Missionaries of Charity: মিশনারিজ অফ চ্যারিটির ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজের অভিযোগে দিনভর তরজা | Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমিশনারিজ অফ চ্যারিটির (Missionaries of Charity) ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজের অভিযোগে তুমুল বিতর্ক। আমি স্তম্ভিত, কেন্দ্রকে আক্রমণ করে ট্যুইট মমতা বন্দ্যোপাধ্যায়ের। স্বরাষ্ট্রমন্ত্রক নয়, প্রতিষ্ঠানের তরফেই ব্যাঙ্কে ফ্রিজ করতে বলা হয়েছিল বলে দাবি কেন্দ্রের। অ্যাকাউন্ট ফ্রিজের নির্দেশ দেয়নি কেন্দ্র, জানাল মিশনারিজ অফ চ্যারিটিও।
চারটি কর্পোরেশনের ভোটের (Municipal Election) আগে রাজ্যে আসছেন জেপি নাড্ডা (JP Nadda)। ৯ এবং ১০ জানুয়ারি বাংলায় আসবেন বিজেপির (BJP) সর্বভারতীয় সভাপতি। দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। জানুয়ারির শেষ সপ্তাহে রাজ্যে আসবেন অমিত শাহ (Amit Shah)। সোমবার রাজ্য বিজেপি (BJP Bengal) নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন সর্বভারতীয় সাংগঠনিক সাধারণ সম্পাদক বিএল সন্তোষ (BL Santosh)। সূত্রের খবর, বৈঠকে সংগঠনকে ঢেলে সাজাতে তারুণ্যে জোর দেওয়ার কথা বলা হয়েছে। সম্প্রতি সাংগঠনিক স্তরে রদবদলের পর, বিজেপির অন্দরের ক্ষোভ বাইরে চলে এসেছে। একাধিক হোয়াটসঅ্যাপ (WhatsApp) গ্রুপ ছেড়ে বেরিয়ে গিয়েছেন বিজেপির পাঁচ মতুয়া বিধায়ক। অন্যদিকে, কিছুদিন আগে রাজ্য বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে সরব হন বিজেপি নেত্রী এবং রাজ্যসভার সাংসদ রূপা গঙ্গোপাধ্যায় (Roopa Ganguly)। সূত্রের খবর, এই প্রেক্ষাপটে সোমবারের বৈঠকে সাংসদ, বিধায়কদের উদ্দেশে বার্তা দেওয়া হয়, সংগঠনে যাঁরা আছেন, তাঁদের প্রয়োজনীয় সম্মান দিতে হবে।
রাজ্যে একদিনে করোনা (Coronavirus) আক্রান্ত ৪৩৯ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ১০ জনের। দৈনিক সংক্রমণের শীর্ষে কলকাতা (Kolkata)। এই জেলায় একদিনে আক্রান্ত হয়েছেন ২০৪ জন। উত্তর ২৪ পরগনা, হুগলিতে একদিনে করোনায় (Corona) ৬ জনের মৃত্যু (COVID Death)। এদিকে করোনার সংক্রমণ নিয়ে উদ্বিগ্ন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), প্রয়োজনে বিধিনিষেধে কড়াকড়ির ইঙ্গিত।
১৫ ঊর্ধ্বদের ভ্যাকসিন (Covid19 Vaccination) নিয়ে কাল রাজ্যের সঙ্গে বৈঠকে স্বাস্থ্যমন্ত্রক। মঙ্গলবার সকালে সব রাজ্যের মুখ্যসচিব, স্বাস্থ্য কর্তাদের সঙ্গে বৈঠক। কেন্দ্র-রাজ্যগুলির ভার্চুয়াল বৈঠকে উঠবে বুস্টার ডোজের (Booster Dose) প্রসঙ্গ।