Ek Dojon Golpo: নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড়ের মধ্যেই ডিএলএডের প্রশ্ন ‘ফাঁস’! | Bangla News
ABP Ananda
Updated at:
29 Nov 2022 12:16 AM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড়ের মধ্যেই ডিএলএডের প্রশ্ন ‘ফাঁস’! পরীক্ষা শুরুর আগেই বাইরে প্রশ্নপত্রের প্রতিলিপির একাংশ। প্রশ্ন ‘ফাঁস’ অস্বস্তির মুখে ডিএলএডের পরীক্ষায় কড়াকড়ি। ‘সাড়ে ১০টার বদলে ১১.১৫-র আগে প্রশ্নপত্র নয়’, ভ্যেনু ইনচার্জের হাতেই প্রশ্নপত্র তুলে দেওয়ার নির্দেশ। প্রশ্ন ‘ফাঁসে’ পরীক্ষার দায়িত্বপ্রাপ্তদের একাংশের বিরুদ্ধেই অভিযোগ। বিশ্বাসঘাতকতার অভিযোগে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি পর্ষদের।