এখন কলকাতা: পুলিশের পোশাক পরে তৃণমূলের গুন্ডারা আনিসকে ফেলে খুন করেছে : শুভেন্দু। Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআনিসের মৃত্যুর রাতে আমতা থানায় বারবার ফোন করলেও আসেনি পুলিশ, দাবি আনিসের বাবার। পুলিশের সঙ্গে তাঁর কথা হয় বলে দাবি। সেই কথোপকথনের অডিও ভাইরাল। যদিও ভাইরাল অডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।
দেড় দিন পার। এখনও অধরা আনিস-মৃত্যুতে অভিযুক্তরা। এলাকায় গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ। প্রতিবাদে আমতা থানা অভিযান এসএফআই, ডিওয়াইএফআই-এর। কত উঁচু থেকে কীভাবে পড়েছিল দেহ? পরীক্ষা করল ফরেনন্সিক। আনিসের মৃত্যুতে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন। ভবানীভবনে ডেকে পাঠিয়ে হাওড়া গ্রামীণের এসপি-র থেকে রিপোর্ট নিলেন ডিজি। সিবিআই তদন্তের দাবি আনিসের বাবার। ডিএসপি পর্যায়ের তদন্ত আমতা থানায় বারবার ফোনেও রাতভর আসেনি পুলিশ। মারা গেছে জানলেন কী করে ? পাল্টা প্রশ্ন থানার। অডিও ভাইরাল। পুলিশ সাড়া দেয়নি এমনটা নয়, দাবি এসপি-র।
আনিশের মৃত্যুর প্রতিবাদে ঢাকুরিয়ায় পথ অবরোধ। গোলপার্ক থেকে ব্রিজে ওঠার মুখে ঢাকুরিয়ায় পথ অবরোধ করে SFI এবং DYFI। রাস্তায় বসে অবরোধ বাম ছাত্র-যুব সংগঠনের।
পুলিশের পোশাক পরে তৃণমূলের গুন্ডারা আনিসকে ফেলে খুন করেছে। অভিযোগ শুভেন্দু অধিকারীর। পরিবারের পাশে দাঁড়িয়ে সিবিআই তদন্তের দাবি।
আনিস মৃত্য়ুর ঘটনায় দিকে দিকে SFI-র বিক্ষোভ কর্মসূচি। এই বিষয়ে ফিরহাদ হাকিম বলেন, 'বিক্ষোভ করে লাভ নেই। প্রকৃত দোষীকে গ্রেফতার করতে হবে। ঘটনার পুরো তদন্ত করে তা সামনে আনতে হবে। বিক্ষোভ করে সময় নষ্ট। মূল অভিযুক্তকে সনাক্ত করে আদালতে পেশ করতে হবে।'