এখন কলকাতা (Seg 1): পানিহাটিতে তৃণমূল কাউন্সিলর খুনে গ্রেফতার পূর্ত দফতরের ঠিকাদার | Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপানিহাটিতে (Panihati) কাউন্সিলর খুনে গ্রেফতার আরও এক। গ্রেফতার বাপি ওরফে সঞ্জীব পণ্ডিত। পুলিশ সূত্রে খবর, কাউন্সিলর খুনে সরাসরি জড়িত বাপি। পূর্ত দফতরের ঠিকাদার বাপি। বেশ কিছুদিন ধরেই অনুপম দত্তের সঙ্গে বিবাদ চলছিল বাপি ওরফে সঞ্জীব পণ্ডিতের।
হোলির (Holi) জন্য ১৭ মার্চ রাত্রিকালীন বিধিনিষেধে ছাড়। ৩১ মার্চ পর্যন্ত বহাল করোনার (Corona) বিধিনিষেধ বহাল। ১৭ মার্চ রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত বিধিনিষেধে ছাড়।
এদিকে, পুরুলিয়ায় কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর খুনের ঘটনায় নিহত নেতার ভাইপোর দেওয়া অডিও ক্লিপ প্রকাশ্যে। এই বিষয়ে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) বলেন, "এটি কতটা সত্য, কতটা মিথ্যে জানি না। তবে এটুকু জানি, জেলার এসপি বলেছেন যে লিখিতভাবে জানালে তিনি বিষয়টি খতিয়ে দেখবেন। এর থেকেই প্রমাণ হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে রাজ্য সরকার চলছে, তা কোনও পক্ষপাতের নয়, রঙ দেখে বিচার করে না। মৃতের রঙ-পতাকা না দেখে, সত্য অনুসন্ধান হবে।"