Ekhon Kolkata:শিক্ষামন্ত্রীর সঙ্গে এসএসসি আন্দোলনকারীদের বৈঠক,'নিয়োগ আশ্বাস' ব্রাত্য বসুর।BanglaNews
শিক্ষামন্ত্রীর সঙ্গে এসএসসি আন্দোলনকারীদের বৈঠক। ‘মেধা তালিকায় সবার নিয়োগের আশ্বাস মিলেছে’, ‘আশ্বাস মিলেছে রাজ্য সরকারের কাছ থেকে’
‘আলোচনা সদর্থক, নিয়োগপত্র হাতে পেলে তবেই আন্দোলন প্রত্যাহার’, বৈঠকের পর দাবি আন্দোলনকারী শহীদুল্লাহর। বৈঠকে ছিলেন শিক্ষামন্ত্রী, শিক্ষা সচিব, স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান, বিকাশ ভবনে বৈঠকে যোগ দেন এসএসসি আন্দোলনকারীদের ৮ প্রতিনিধি। মেধাতালিকায় ‘বঞ্চিত’ চাকরিপ্রার্থীর সংখ্যা প্রায় ৬০০০ জন।
'এসএসসি সবটা খতিয়ে দেখে কত পদ তৈরি করা দরকার সেই সংখ্যাটা দ্রুত জানাতে বলা হয়েছে। আইনি প্রক্রিয়ার দিকটা খতিয়ে দেখা হচ্ছে। তবে শুধুমাত্র শিক্ষা দফতরের ওপর সবটা নির্ভর করে না, অর্থ দফতর, আইন দফতর, ক্যাবিনেটের ছাড়পত্র লাগবে। শিক্ষা দফতর সবরকমভাবে চেষ্টা করবে।' এসএসসি চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠকের পর জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।