এখন কলকাতা: যোধপুর পার্কে ক্যাফেতে তোলাবাজির অভিযোগ, লেক থানায় অভিযোগ দায়ের ক্যাফের কর্ত্রীর। Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appযোধপুর পার্কে ক্যাফেতে তোলাবাজির অভিযোগ। ‘যোধপুর পার্ক উৎসবে’র নাম করে তোলাবাজির অভিযোগ। ‘উৎসবের বিজ্ঞাপনের রেটচার্ট ধরিয়ে ক্যাফের কর্ত্রীকে চেকের মাধ্যমে টাকা দিতে চাপ উদ্যোক্তাদের। টাকা দিতে অস্বীকার করায় গতরাতে ক্যাফের বাইরে জমায়েত। উৎসবের উদ্যোক্তাদের বিরুদ্ধে জমায়েতের অভিযোগ। ভিডিও রেকর্ডিংয়ের সময় মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগ। রাজ্য মহিলা কমিশনে যোগাযোগ করায় লেক থানায় যাওয়ার পরামর্শ’। লেক থানায় অভিযোগ দায়ের ক্যাফের কর্ত্রীর। থানায় অভিযোগ দায়ের করে ফেরার সময় গাড়ি আটকাবার চেষ্টা। বাইকে ধাওয়া করে গাড়ি আটকানোর চেষ্টার অভিযোগ। ‘যাদবপুর থানার সামনে গাড়ি থামিয়ে কোনওক্রমে রক্ষা’। পরে পুলিশি নিরাপত্তায় বাড়ি পৌঁছন, দাবি ক্যাফের কর্ত্রীর। অভিযোগের তদন্ত করে দেখা হচ্ছে, জানিয়েছে পুলিশ। এমন ঘটনা ঘটে থাকলে ভুল হয়েছে, দাবি উৎসবের উদ্যোক্তাদের। কী বলছেন অভিযোগকারিণী?
মমতার কড়া বার্তার পরেই পুরুলিয়ায় ৮ বিক্ষুব্ধ বহিষ্কার। পুরুলিয়া, ঝালদা পুরসভার ৮ বিক্ষুব্ধকে বহিষ্কার করল তৃণমূল। ৬ বছরের জন্য দল থেকে ৮ বিক্ষুব্ধকে বহিষ্কার করল তৃণমূল। তৃণমূল কর্মী হয়েও নির্দল হয়ে ভোটের লড়াইয়ে দাঁড়ানোয় বহিষ্কার।
বহিষ্কারের নির্দেশের পরই সুর নরম তৃণমূলের বিক্ষুব্ধদের। ‘নির্বাচনে লড়বেন না, জানিয়ে দিলেন তৃণমূলের বিক্ষুব্ধ ২৮ নির্দল’। উত্তর ২৪ পরগনার ২৫ পুরসভায় ৫৭ জন তৃণমূলের বিক্ষুব্ধ নির্দল। ৫৭ জনের মধ্যে ২৮ জন বিক্ষুব্ধর ভোটে না লড়ার সিদ্ধান্ত। দাবি তৃণমূলের জেলা নেতৃত্বের।