এখন কলকাতা (Seg 2): প্রতিষ্ঠা দিবসে পড়ুয়া বিক্ষোভের জেরে কলকাতা বিশ্ববিদ্যালয়ে চাঞ্চল্য | Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appইউনিয়নের দখল নিয়ে আলিপুর চিড়িয়াখানায় (Alipore Zoo) উত্তেজনা। RSS’র শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সঙ্ঘের থেকে ইউনিয়নের দখল নিল তৃণমূল (TMC)। যা নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক চাপানউতোর।
বুধবার প্রজাতন্ত্র দিবস। এই মুহূর্তে কোনও নির্দেশ দেওয়া আদালতের পক্ষে সম্ভব নয়। নেতাজির ট্যাবলো নিয়ে দায়ের করা জনস্বার্থ মামলা খারিজ করে একথাই জানাল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
প্রতিষ্ঠা দিবসে বিক্ষোভের জেরে গন্ডগোল কলকাতা বিশ্ববিদ্যালয়ে। স্নাতকোত্তরে আসন বাড়ানোর দাবিতে উপাচার্যের গাড়ির সামনে বিক্ষোভ দেখান পড়ুয়ারা। সরাতে গেলে পুলিশের সঙ্গে তাঁদের ধস্তাধস্তিও হয়। উপাচার্য জানিয়েছেন,
পড়ুয়াদের দাবির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে ধার্য ভর্তি ফি-এর থেকে থেকে প্রায় তিন গুণ টাকা বেশি নেওয়া হচ্ছে। স্কুলের উন্নয়ন ও আংশিক সময়ের শিক্ষকদের বেতনের জন্য অভিভাবকদের থেকে দাবি করা হচ্ছে মোটা অঙ্কের অর্থ। অথচ ভর্তির রসিদে তার উল্লেখ থাকছে না! এমন অভিযোগ ঘিরে তেতে উঠল হাওড়ার ডোমজুড়ের বেগড়ী হাই স্কুল চত্বর।
বেসরকারি হাসপাতালের (Private Hospital) জন্য নতুন নির্দেশিকা স্বাস্থ্য কমিশনের। ‘নগদে মেটালে কমিশনের গাইডলাইন মেনে করতে হবে বিল', মেডিকা হাসপাতালের বিরুদ্ধে অভিযোগে নির্দেশ স্বাস্থ্য কমিশনের। মেডিকা হাসপাতালের বিরুদ্ধে স্বাস্থ্য কমিশনে অভিযোগ রোগীর পরিজনদের। ‘আংশিক স্বাস্থ্য বিমা, আংশিক নগদে দিলেও গাইডলাইন মেনে বিল’, ১ মাসের মধ্যে সফটওয়্যার আপডেটের নির্দেশ স্বাস্থ্য কমিশনের।
আজ ও কাল মেঘলা আকাশ। হতে পারে হালকা বৃষ্টি। পরশু থেকে পরিষ্কার আকাশ। জানালেন আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Meteorological Department) পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের।