Ekhon Kolkata (Seg-1): ১ বছর দিদিকে শুধরে যাওয়ার সময় দিয়েছিলাম, কিন্তু উনি শোধরাননি: অমিত শাহ।Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In App'বাংলার জনতা রায় দিয়েছে, যে তৃতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান তারা। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। এই রায়কে আমরা মেনে নিয়েছি। আমরা ভেবেছিলাম তিনবার মুখ্যমন্ত্রী হবার পরে মমতা দিদি হয়ত শুধরে যাবেন। কিন্তু ১ বছর অপেক্ষা করার পরেও দেখলাম উনি শোধরাননি। বাংলায় অত্য়াচার আরও অনেক বেড়েছে।' সভামঞ্চ থেকে মমতাকে আক্রমণ অমিত শাহের।
তৃতীয় তৃণমূল সরকার গঠনের প্রথম বর্ষপূর্তিতে বাইপাসের ধারে নতুন অস্থায়ী অফিসে আজ তৃণমূলের রাজ্য কমিটির বৈঠক। সাংবাদিক বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “একই কথা বলে যাওয়া, এটা মিথ্যাচার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দিল্লি দেখুন, বাংলার দিকে তাকাতে হবে না। জাহাঙ্গিরপুরী, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের দিকে তাকান অমিত শাহ। সিপিএম বিজেপির বি-টিম। হিন্দু-মুসলমানের ভেদাভেদ করতে চায় বিজেপি। সিবিআই, ইডি ছেড়ে কোনও কাজ করেছেন অমিত শাহ ? বাংলায় সবাই নাগরিক, মিথ্যাচারের ভ্রষ্টাচার। বাংলার নাগরিক না হলে তাঁরা ভোট দিলেন কী করে ? ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে সম্মান করি’
‘উত্তরবঙ্গ আজও বঞ্চনা, শোষণের শিকার। উত্তরবঙ্গকে আলাদা রাজ্যের জন্য মানুষের মধ্যে থেকেই দাবি উঠছে। উত্তরবঙ্গকে কি আলাদা রাজ্য করা সম্ভব? বিজেপির জনপ্রতিনিধিরা বিভিন্ন সময়ে সেই দাবি তুলেছেন’ অমিত শাহ (Amit Shah) আসার আগে দাবি মাটিগাড়া-নকশালবাড়ির বিজেপি (BJP) বিধায়কের।