Ekhon Kolkata (Seg 1): বেহালায় সংঘর্ষের দেড়দিন পরও অধরা অভিযুক্ত ।Bangla News
abp ananda
Updated at:
14 Apr 2022 09:01 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষের (TMC Inner Clash) পর থমথমে বেহালার চড়কতলা। আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। আজ স্থানীয় বিধায়ক রত্না চট্টোপাধ্যায়ের (Ratna Chatterjee) বাড়িতে গিয়ে নালিশ করেন অভিযুক্ত বাবন বন্দ্যোপাধ্যায়ের (Babon Banerjee) পরিবার। বিধায়ক জানান, অভিযুক্ত বাবন যেন আত্মসমর্পণ করেন। সেইসঙ্গেই তিনি জানান, অভিযুক্তদের ছাড়া হবে না। এরপরেই তৃণমূল থেকে বাবনকে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়। বেহালা পূর্বের বিধায়ক রত্না চট্টোপাধ্যায়ের আত্মসমর্পণ করতে বলার সিদ্ধান্তে ক্ষুব্ধ বাবনের পরিবার।