Ekhon Kolkata (Seg 1): ২ বছর পরে মধ্যরাত থেকেই উঠছে রাত্রিকালীন বিধিনিষেধ। Bangla News
abp ananda
Updated at:
31 Mar 2022 09:44 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআজ মধ্যরাত থেকেই রাজ্যে উঠছে করোনার সমস্ত বিধিনিষেধ। ২ বছর পরে মধ্যরাত থেকেই উঠছে রাত্রিকালীন বিধিনিষেধ। করোনার বিধিনিষেধ উঠলেও মাস্ক, স্যানিটাইজার ব্যবহারের পরামর্শ। করোনার সংক্রমণ নিম্নমুখী হওয়ায় নির্দেশ রাজ্য সরকারের । আজ পর্যন্ত কার্যকর ছিল রাজ্যে করোনার বিধিনিষেধ। এখন রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত বহাল ছিল কড়াকড়ি।