Ekhon Kolkata (Seg 1): উত্তর-পশ্চিম দিকেই রয়েছে অশনির অভিমুখ, উপকূলবর্তী জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। Bangla News
abp ananda
Updated at:
09 May 2022 08:53 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআবহাওয়া দফতরের পূর্বাভাস অনুয়ায়ী, এখনও পর্যন্ত উত্তর-পশ্চিম দিকে,অর্থাৎ অন্ধ্র উপকূলের দিকেই রয়েছে অশনির অভিমুখ। আগামীকাল রাতের পর থেকেই এই অভিমুখ বদল হতে পারে।
বজ্রগর্ভ মেঘ থেকে আজ সকালে বৃষ্টি শুরু হয়েছে কলকাতা ও উপকূলবর্তী দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায়। উপকূলবর্তী জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। গত ইয়াসে বাঁধ ভেঙে গিয়েছিল সাগরে। পরে আরেকটি বাঁধ তৈরি করা হয়। স্থানীয়দের আশঙ্কা, গতবারের মতো ঢেউ যদি এবারেও আছড়ে পড়ে, তাহলে এই বাঁধ টিকবে না।
আজ দুপুর থেকেই হলদিয়া জুড়ে কখনও মাঝারি, আবার কখনও ভারী বৃষ্টি শুরু হয়েছে। এই মুহূর্তে যদিও বৃষ্টি হয়নি। তার ফলে প্রত্যেকদিনের মতো বিকেলে হলদি নদীর পাড়ে স্থানীয় মানুষজন এসে ভিড় করেছেন। যদিও প্রশাসনের তরফ থেকে সতর্ক করা হয়েছে।