Ekhon Kolkata (Seg 1): বিনিয়োগ টানতে আইনের শাসনের প্রয়োজন BGBS এর মঞ্চ থেকেই কড়া বার্তা রাজ্যপালের
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগুলিবিদ্ধ অবস্থায় হাসপাতাল না গিয়ে গাড়ির পিছনে বসে সোনারপুরে টিএমসি নেতার বাড়ির সামনে যায় বাঁশদ্রোণী কান্ডে অভিযুক্ত প্রমোটার বাচ্চা সিংহ, সাক্ষ্য প্রত্যক্ষদর্শীর। গুলিবিদ্ধ অবস্থায় তৃণমূল নেতার বাড়ির সামনে কেন গেলেন বাচ্চা সিংহ, সেই নিয়ে বাড়ছে ধোঁয়াশা।
বাঁশদ্রোণী কাণ্ডে নতুন তথ্য পুলিশের কাছে। মোট তিন রাউন্ড গুলি চলে বলে অভিযোগ। প্রোমোটার মলয় দত্তর হাত থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে গুলি চালায় তার ঘনিষ্ঠ শম্ভু সর্দার। পুলিশের আরও দাবি দুই প্রমোটারের কারুরই আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ছিল না।
‘এজেন্সি দিয়ে যেন বিরক্ত না করা হয় শিল্পপতিদের। শিল্প সম্মেলনের মঞ্চে সরাসরি রাজ্যপালকে বললেন মুখ্যমন্ত্রী। ‘বিনিয়োগ টানতে আইনের শাসনের প্রয়োজন’। শিল্প সম্মেলনের মঞ্চ থেকেই কড়া বার্তা রাজ্যপালের। উন্নয়ন থেকে রাজনীতিকে দূরে রাখুন বলে মন্তব্য রাজ্যপালের।
এ প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (Adhir Chowdhury) বলেন, ‘মুখ্যমন্ত্রী প্রথম থেকেই কতগুলো অজুহাত তৈরি করে রাখলেন। এই পশ্চিমবঙ্গে কোনও শিল্পের সম্ভাবনা নেই, অথচ রাজ্য সরকারকে যাতে কেউ দোষারোপ করতে না পারে তাঁর জন্য প্রথম থেকেই তিনি কতগুলো অজুহাত তৈরি করে রাখলেন। শিল্পপতিদের যেন কেউ বিব্রত না করেন, অর্থাৎ সিবিআই, ইডি, এগুলোই তিনি ইঙ্গিত করলেন। আজকের মঞ্চ কিন্তু এই মন্তব্যের জন্য ছিল না। এতে শিল্পপতিদের কাছে একটা মিশ্র সিগন্যাল গেল, যে রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্যপালের মতের ফারাক আছে, দু’জনের মধ্যে ইগো ক্ল্যাশ আছে। এটায় একটা ভুল বার্তা গেল শিল্পপতিদের কাছে। শিল্পপতিরা সমাজসেবক নয় তাঁরা আসেন লাভ দেখতে রোজগার দেখতে। এবং তাদের রোজগার করার অনুকূল পরিবেশ আছে কিনা। মুখ্যমন্ত্রীর উচিত বাংলায় শিল্পের অনুকূল পরিবেশ গড়ে তোলা’।