Ekhon Kolkata (Seg 1): নির্যাতিতাকে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হয়নি তো, নাড্ডাকে রিপোর্ট BJP-র। Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appহাঁসখালি কাণ্ডে নাড্ডাকে রিপোর্ট বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির। নির্যাতিতা নাবালিকাকে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হয়নি তো, রিপোর্টে সন্দেহ প্রকাশ। গত ৭ থেকে ১০ দিনের মধ্যে বাংলায় ৩০টি নারী নির্যাতনের ঘটনা। সিবিআই তদন্তে রিপোর্টে সত্য সামনে আনার অনুরোধ। মালদার ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী জানান, এটা একটা প্রাথমিক রিপোর্ট, পরে পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট জমা দেওয়া হবে। "খুব সচেতনভাবেই প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়েছে" জানান তিনি।
দেহরক্ষী ও পুলিশকে সঙ্গে নিয়ে ভাঙড়ের তৃণমূল নেতার এক মহিলাকে গুলি করে খুনের হুমকি দেওয়ার ঘটনার ভিডিও ভাইরাল। অভিযুক্ত শাহজাহান মোল্লা ভাঙড় ১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি ও ভাঙড় ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি। ঘটনাটি ঘটেছে ভাঙড়ের চন্দনেশ্বর এলাকায়। অভিযোগকারিণীর দাবি, গত একবছর ধরে তাঁর পৈত্রিক জমি দখলের চেষ্টা করছেন তৃণমূল নেতা। বাধা দেওয়ায় ১৭ মে ২০২১-এ দেহরক্ষী ও পুলিশকে সঙ্গে নিয়ে ওই তৃণমূল নেতা তাঁকে গুলি করে খুনের হুমকি দেন। এই মাসে ৮ তারিখ ফের ওই মহিলা ও তাঁর মাকে মারধর এবং পরে গায়ে কীটনাশক স্প্রে করে দেওয়া হয় বলে অভিযোগ। অভিযোগকারিণীর দাবি থানায় অভিযোগ জানালেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। ভাইরাল ভিডিও ক্লিপের সত্যতা অস্বীকার করেছেন অভিযুক্ত তৃণমূল নেতা।
পুলিশের সামনেই খুনের হুমকি নিয়ে কটাক্ষ দিলীপ-সুজনের।