এখন কলকাতা (Seg 1): যোধপুর পার্কে চাঁদার নামে ‘জুলুম’, ৫ জনেরই জামিন। Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appযোধপুর পার্কে চাঁদার নামে ‘জুলুম’, ৫জনেরই জামিন। তৃণমূল নেতা বিজয় দত্ত-সহ ৫ অভিযুক্তেরই জামিন। ধৃতদের জেল হেফাজতের আবেদন করেছিল পুলিশ। জেল হেফাজতের আর্জি খারিজ আলিপুর আদালতে। তোলাবাজি, হুমকি, নিগ্রহের ধারায় মামলা দায়ের করেছিল পুলিশ।
কালীঘাটে মমতার নেতৃত্বে বৈঠকে তৃণমূলের জাতীয় কর্মসমিতি। জাতীয় কর্মসমিতির বৈঠকের আগে পরপর ৩টি আলাদা বৈঠক মমতার। বৈঠক শুরুর কিছু আগে অভিষেকের সঙ্গে কথা বললেন মমতা। এর পরে অভিষেক, মলয় ঘটকের সঙ্গে কথা বলেন মমতা। তারপরে অভিষেক, ফিরহাদ, মলয়ের সঙ্গে কথা বলেন তৃণমূলনেত্রী: সূত্র।
তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠক শেষে, তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানান, 'সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে থাকলেন অভিষেকই। অভিষেককে রেখেই জাতীয় স্তরে তৃণমূলের একাধিক কমিটি। তৃণমূলের সহ সভাপতি যশবন্ত সিন্হা, সুব্রত বক্সী, চন্দ্রিমা ভট্টাচার্য। কমিটির মধ্যে সমন্বয়ের দায়িত্বে ফিরহাদ হাকিম, কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস। নীতি নির্ধারণ কমিটিতে যশবন্ত সিন্হা, অমিত মিত্র। তৃণমূলের জাতীয় মুখপাত্র করা হল সুখেন্দুশেখর রায়কে। রাজ্যসভার অধিবেশনে মুখপাত্র সুখেন্দু, লোকসভায় কাকলি ঘোষ দস্তিদার। তৃণমূলের জাতীয় মুখপাত্র করা হল সুখেন্দু, কাকলি, মহুয়া মিত্র।'
বিধাননগরের মেয়র হচ্ছেন কৃষ্ণা চক্রবর্তী, ডেপুটি অনিতা মণ্ডল, চেয়ারম্যান সব্যসাচী দত্ত। চন্দননগরের মেয়র হচ্ছেন রাম চক্রবর্তী। আসানসোলের মেয়র হচ্ছেন বিধান উপাধ্যায়, ডেপুটি ওয়াসিমুল হক, অভিজিৎ ঘটক।