এখন কলকাতা (Seg 1): ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন বিকানের এক্সপ্রেস, মুখ্যমন্ত্রীর কাছে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী | Bangla News
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
13 Jan 2022 07:59 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appউত্তরবঙ্গে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, বেলাইন বিকানের এক্সপ্রেস। ট্রেন দুর্ঘটনায় ৩জনের মৃত্যু, জানালেন জলপাইগুড়ির জেলাশাসক। ময়নাগুড়ির দোমহনিতে উল্টে গেল পটনা-গুয়াহাটি বিকানের এক্সপ্রেস। বিকেল ৫টা নাগাদ বেলাইন ১৫৬৩৩ আপ বিকানের এক্সপ্রেস। বিকানের এক্সপ্রেস দুর্ঘটনায় বহু হতাহতের আশঙ্কা। লাইনচ্যুত হয়ে উল্টে গেল বিকানের এক্সপ্রেসের ৪টি কামরা। দুর্ঘটনার সময় ঘণ্টায় ৪০ কিমি বেগে যাচ্ছিল বিকানের এক্সপ্রেস। সূত্র মারফত জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রীর কাছ থেকে দুর্ঘটনার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী। আইজি উত্তরবঙ্গকে ঘটনাস্থলে যেতে নির্দেশ মুখ্যমন্ত্রীর। বিকানের ট্রেনে ছিলেন ৭০০-রও বেশি যাত্রী। ট্র্যাকের সমস্যাতেই ভয়াবহ দুর্ঘটনা বলে অনুমান। কীভাবে দুর্ঘটনা?