Ekhon Kolkata (Seg 1): পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ে মাটি কাটার সময় অস্ত্রের হদিশ, উদ্ধার শতাধিক বন্দুক । Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগোয়ালতোড়ে মাটি খুঁড়তেই সারি সারি বন্দুক, গুলি! পঃ মেদিনীপুরের গোয়ালতোড়ে মাটি কাটার সময় অস্ত্রের হদিশ। মাটির তলা থেকে শতাধিক বন্দুক, হাজারের বেশি কার্তুজের হদিশ! মাটির তলায় ১৫-২০ বছর আগের বন্দুক, অনুমান পুলিশের: সূত্র। বাম জমানায় মজুত রাখা বন্দুক, অভিযোগ স্থানীয় তৃণমূল নেতৃত্বের। এখনও এব্যাপারে সিপিএমের কোনও প্রতিক্রিয়া মেলেনি। এ বিষয় তৃণমূল সমর্থকদের অনেকে বলেন, বামফ্রন্টের আমলে পশ্চিমবঙ্গ সরকারের যে ব্যানার, তার মধ্যে প্যাকেট করা আছে। প্রায় ৬০-৭০ টি বন্দুক। বাকি সমস্ত সিল করা কার্তুজ।
এ বিষয় কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, এটা তদন্ত সাপেক্ষ। কিন্তু পুরনো জিনিস যদি কেউ গুপ্তধনের মতো রেখে থাকে, তারপর সেটা কয়েক দশক পর যদি উদ্ধার হয়, তাহলে দেখতে হবে পুরনো সময় কারা বিদায় ঘণ্টা নিশ্চিত জেনে নিজেদের সম্পত্তি কোথায় রেখে যাচ্ছিলেন।