এখন কলকাতা (Seg 1): ইউক্রেন ফেরত মেডিক্যাল পড়ুয়াদের প্রসঙ্গে প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী | Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকয়লা পাচারকাণ্ডে ফের সস্ত্রীক অভিষেককে (Abhishek Banerjee) ইডির (ED) তলব। আগামী সপ্তাহে দিল্লিতে সস্ত্রীক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব। দিল্লি হাইকোর্টে রুজিরা বন্দ্যোপাধ্যায়ের (Rujira Banerjee) আবেদন খারিজ। অভিষেকের স্ত্রীর আবেদন খারিজ করার পরেই ইডির তলব। দিল্লিতে গিয়ে তলবে আপত্তি জানিয়ে মামলা করেন রুজিরা।
এপ্রসঙ্গে তৃণমূল বিধায়ক তাপস রায় বলেন, "উত্তরপ্রদেশে নির্বাচনের পরপরই প্রধানমন্ত্রী এরকম একটি ইঙ্গিত দিয়েছিলেন। লোকসভা নির্বাচন যত এগিয়ে আসবে, তত এসব হবে। এটি একেবারেই রাজনৈতিক প্রতিহিংসা।" পাল্টা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, "ডাকবে না তো কী করবে!"
ইউক্রেন ফেরত মেডিক্যাল পড়ুয়াদের নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee)। ‘রাজ্যে সরকারি মেডিক্যাল কলেজে ইন্টার্নশিপের অনুমোদন চেয়ে চিঠি। বিশেষ পরিস্থিতিতে এনএমসি-র গাইডলাইন বদলের আবেদন। বর্তমান নিয়মে ন্যাশনাল এন্ট্রান্স এলিজিবিলিটি টেস্টে পাশ না করলে অনুমোদন নয়। পাশ না করলে মেডিক্যাল কলেজে ভর্তি হওয়া যায় না। বিশেষ পরিস্থিতিতে ইউক্রেন ফেরত পড়ুয়াদের জন্য বিধি শিথিল করা হোক’। প্রধানমন্ত্রীকে চিঠি লিখে অনুরোধ মুখ্যমন্ত্রীর।
পরিবর্তন হতে পারে উচ্চ মাধ্যমিকের (Higher Secondary) সূচি, ইঙ্গিত মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee)। পরীক্ষার মধ্যেই বালিগঞ্জ, আসানসোলে উপ নির্বাচন। ভোট পিছনোর দাবিতে দিল্লিতে নির্বাচন কমিশনে তৃণমূল। ‘ভোট পিছোলে সাংবিধানিক সঙ্কটের আশঙ্কা’, ভোট পিছনো সম্ভব নয়, তৃণমূলকে জানাল কমিশন।