Ekhon Kolkata (Seg-1): মমতার সামনেই বাংলার সমালোচনা মোদির, বিজেপিতে অস্বস্তি বাড়ালেন অর্জুন
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদেশে করোনায় গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ফের তিনহাজার ছুঁইছুঁই। এই পরিস্থিতিতে আজ ভিডিও কনফারেন্সে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে হাজির ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। তাঁর উপস্থিতিতেই পেট্রোল-ডিজেলের উপর ভ্যাট না কমানোর জন্য বাংলাকে কটাক্ষ করেন মোদি। মুখ্যমন্ত্রীর সামনেই পেট্রোল-ডিজেলে ভ্যাট না কমানোয় বাংলার সমালোচনা করোন প্রধানমন্ত্রী । বাংলা-সহ অবিজেপি রাজ্যগুলিকে নিশানা করেন তিনি। বলেন, ‘ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে পেট্রোল-ডিজেলের দাম আকাশছোঁয়া। কেন্দ্রীয় সরকার শুল্ক কমিয়েছে, রাজ্যগুলিকেও অনুরোধ করা হয়েছিল। কিছু রাজ্য পেট্রোল-ডিজেলের ভ্যাট না কমানোয় মানুষের প্রতি অন্যায় হচ্ছে’।
'একতরফা বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী। আমাদের বলার সুযোগ দেওয়া হয়নি। পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির বিষয়টি পুরোটা রাজ্যের ঘাড়ে চাপিয়ে দিয়েছেন। বিজেপি শাসিত রাজ্যগুলির প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী।' ভার্চুযাল বৈঠকে মোদির পেট্রোল-ডিজেল মূল্যবৃদ্ধি নিয়ে বাংলাকে সমালোচনার কড়া জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বিজেপি ছেড়ে তৃণমূলে আসবেন অর্জুন সিংহ? ধোঁয়াশা রেখে ফের ইঙ্গিতপূর্ণ মন্তব্য ব্যারাকপুরের বিজেপি সাংসদের। 'একদিনের মধ্যে কোনও সিদ্ধান্ত নেওয়া যায় না। এই মূহূর্তে কী করছি, সেটাই বলতে পারি।' মন্তব্য অর্জুনের।