Ekhon Kolkata (Seg-1):নতুন করে ফাটল বউবাজারের দুর্গাপিটুরি লেনের একাধিক বাড়িতে।Bangla News
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
12 May 2022 09:38 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবউবাজারের দুর্গাপিটুরি লেনে ফের একাধিক বাড়িতে ফাটল! কোনও কোনও বাড়ির থেকে খসে পড়ছে ইট! বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে ফাটলের পরিমাণ। পুলিশ গার্ডরেল দিয়ে ঘিরে রেখেছেন পুরো জায়গাটি।
'মেট্রোর কাজ চলাকালীন ১১টি জায়গা দিয়ে সুড়ঙ্গে ঢুকছিল জল। সুড়ঙ্গে জল ঢোকার জন্যেই বউবাজারের পরপর বাড়িতে ফাটল। ১১টি উৎসের মধ্যে ১০টি বন্ধ করা গেছে', দাবি কেএমআরসিএল (KMRCL) সূত্রে। সুড়ঙ্গে জল ঢোকা বন্ধ হলেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলে দাবি: সূত্র।
বউবাজারের দুর্গা পিতুরি লেনে ফাটল-আতঙ্ক। “তৃণমূলের চাপে পূর্ব নির্ধারিত পরিকল্পনা থেকে সরে আসতে হয় মেট্রো কর্তৃপক্ষকে। তার পরিণাম হয়তো এটা”, মন্তব্য দিলীপ ঘোষের।