Ekhon Kolkata (Seg 1): বিদিশা দে মজুমদারের মৃত্যুর ঘটনায় পুলিশের হাতে নতুন তথ্য ।Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনাগেরবাজারের ফ্ল্যাটে মডেল-অভিনেত্রী বিদিশা দে মজুমদারের দেহ উদ্ধার। আত্মঘাতী হয়েছেন বিদিশা, ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ।
বিদিশা দে মজুমদারের সহকর্মীদের মত, তিনি বেশ শক্ত মনের মানুষ ছিলেন সেই পরিস্থিতিতে তাঁর এইপদক্ষেপ একেবারেই মেনে নিতে পারছেন না তারা।
আদতে উত্তর ২৪ পরগনার কাঁকিনাড়ার বাসিন্দা মডেল-অভিনেত্রী বিদিশা দে মজুমদার। দমদমের নাগেরবাজারে ফ্ল্যাট ভাড়া করে থাকতেন। তাঁর মৃত্যুর খবরে শোকগ্রস্ত গোটা এলাকা।
নাগেরবাজারে মডেল-অভিনেত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় পুলিশের হাতে নতুন তথ্য। আরও বেশি কাজ করতে চাইছিলেন বিদিশা। কিন্তু চলতি মাসের গোড়ায় মডেল প্রশিক্ষণ কেন্দ্রে অনিয়মিত হয়ে পড়েন। ডিপ্রেশনে ভুগছেন বলে নিজেই জানিয়েছিলেন মডেল-অভিনেত্রী। এমনই দাবি ঘনিষ্ঠদের। অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তিন বন্ধুকে জিজ্ঞাসাবাদ পুলিশের। একটি ডায়েরির মধ্যে লেখা ছিল সুইসাইড নোট। মডেল-অভিনেত্রীর দুটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে।পেশাগত অনিশ্চয়তা, ডিপ্রেশন, নাকি অন্য কোনও টানাপোড়েন, কী কারণে মৃত্যু হল বিদিশা দে মজুমদারের? রহস্যের জট খুলতে বিদিশার কললিস্ট খতিয়ে দেখছে পুলিশ।