এখন কলকাতা (Seg 1): 'যেন সাত সুরের এক সুর চলে গেল', লতা মঙ্গেশকরের মৃত্যুতে শোকপ্রকাশ শান্তনু মৈত্রের | Bangla News
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
06 Feb 2022 10:47 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশিবাজি পার্কে শায়িত সুর-সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের (Lata Mangeshkar) নিথর দেহ। বাজানো হচ্ছে তাঁর একের পর এক গান। ইতিমধ্যেই এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। কিছুক্ষণের মধ্যেই শুরু হবে তাঁর শেষকৃত্য। তাঁকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। রয়েছেন রাজ ঠাকরে, শরদ পওয়ার। রয়েছেন সস্ত্রীক সচিন তেন্ডুলকর, শাহরুখ খান।
'আমার যেদিন থেকে জ্ঞান হয়েছে, সেদিন থেকে উনি আমার সঙ্গেই আছে। কোথাও যাই তখন ওঁর গান শুনি। থমথমে পরিবেশ তৈরি হয়েছে। সাতটা সুর থেকে যেন একটা সুর চলে গেল', কিংবদন্তী শিল্পী লতা মঙ্গেশকরের (Lata Mangeshkar) প্রয়াণে শান্তনু মৈত্র।