Ekhon Kolkata (Seg 1): 'মুখ্যসচিবকে ৬ জুনের মধ্যে যা করণীয় তা করতে হবে', ট্যুইট রাজ্যপালের।Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In App‘বিচারব্যবস্থা নিয়ে কিছু বলেছিলাম, রাজ্যপাল বলছেন সীমা অতিক্রম করছেন। আমি বলেছিলাম ১ শতাংশ কেন্দ্রের কথা শুনে প্রটেক্ট করছে। বিচারব্যবস্থার ১ শতাংশ নিয়ে বললে, কে জবাব দিচ্ছে? রাজ্যপাল। তার মানে ঠিক জায়গায় ঢিল পড়েছে। এসএসসি-টেট, যা ইচ্ছে নিয়ে সিবিআই দাও, আমাদের কিছু যায় আসে না। শ্যামনগরে দলীয় সভায় বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
‘বিজেপিতে যাওয়া আর, আর খাল কেটে কুমির আনা সমান। দরজা খুললে বিজেপি উঠে যাবে, আপনারা চাইছেন, তাই দরজা বন্ধ। আগামী দিনের লড়াইয়ে সবাই তাকিয়ে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে’ জনসভা থেকে বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে রাহুল সিনহা বলেন, ‘আসলে উনি বড় বড় অনেক কথা বলেছিলেন শ্যামনগরের সভায় অনেকে যোগদান করছেন। এখন দেখছেন যোগদানের ভাড়ারে আর কিচ্ছু নেই শূন্য। কিন্তু যখন কিছুই করতে পারেন নি তখন কর্মীদের সান্ত্বনা দিচ্ছেন এই সব প্রবাদ বাক্য বলে।‘
বিচারবিভাগকে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) মন্তব্যের জের।‘ মুখ্যসচিবকে ৬ জুনের মধ্যে যা করণীয় তা করতে হবে’। ট্যুইট রাজ্যপাল জগদীপ ধনকড়ের। ‘ডায়মন্ড হারবারের সাংসদ বিচারবিভাগের বিরুদ্ধে মন্তব্য করেছেন। এরমধ্যে আছে কুখ্যাত এসএসসি কেলেঙ্কারিও, যাকে কোনওভাবেই উপেক্ষা করা যায় না। সত্যি কথায় ব্যবস্থা নিলে ১০ হাজার বার বলব, বলেছিলেন অভিষেক। আপনি যেই হোন, আইন সবার থেকে বড়। এই সাংবিধানিক ধারণার সঙ্গে ওঁর মনোভাব খাপ খায় না’। ট্যুইটে মন্তব্য জগদীপ ধনকড়ের।