এখন কলকাতা (Seg 1): ১০৮ পুরসভার ফলপ্রকাশ, জেলায় জেলায় উড়ল সবুজ আবির | Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In App১০৮টি পুরসভার মধ্যে তৃণমূল একাই ১০২টিতে জয়ী। তাহেরপুর পুরসভায় জয়ী সিপিএম, দার্জিলিঙে জয়ী ‘হামরো’। ৪টি পুরসভায় ত্রিশঙ্কু ফল, ৩০টি পুরসভা বিরোধীশূন্য। ১০৮টি পুরসভার মধ্যে ৮টিতে দ্বিতীয় স্থানে নির্দল। প্রায় ৪ দশক পরে কাঁথির অধিকার হারাল অধিকারীরা। প্রায় ৩ দশক পরে বহরমপুর কংগ্রেসের হাতছাড়া।
কর্পোরেশনের পর ১০৮ পুরসভা ভোটেও ধরাশায়ী বিজেপি (BJP)। এই ফলাফলকে কটাক্ষ করে জয়প্রকাশ মজুমদার (Jay Prakash Majumdar) বলেন, "বিজেপির নেতাদের রেড কার্ড দেখিয়ে দিয়েছে মানুষ। এখন অধিকাংশই তৎকাল নেতা। যারা বিজেপি টিম চালাচ্ছে, তার যে কোচ - ভার্চুয়াল চক্রবর্তীর তো পদত্যাগ করা উচিত। অমিত মালব্যেরও পদত্যাগ করা উচিৎ। কিন্তু তাঁরা তা করবে কি না জানি না। বিজেপি নেতারা সকলে নিজ নিজ ক্ষেত্রে শোচনীয়ভাবে পরাজিত।"
'১০৮টি পুরসভার মধ্যে তাহেরপুর বাদ দিয়ে বাকি পুরসভা ছাপ্পা মেরে জিতে গেছে। বেশিরভাগ জায়গায় কাউন্টিং এজেন্টকে মেরে তাড়িয়ে দেওয়া হয়েছে', বিস্ফোরক অভিযোগ অর্জুন সিংহের (Arjun Singh)। এই প্রসঙ্গে পাল্টা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) বলেন, "অনেক বড় বড় কথা তো ভাটপাড়ায় শুনলাম। ধীরে ধীরে তার পরিবারও তৃণমূলে চলে আসছে।"
এদিকে, ভোট প্রচারে এবার মোদির গড়ে মমতা বন্দ্যোপাধ্যায়। দুদিনের সফরে তিনি আজই রওনা দিয়েছেন বারাণসীর উদ্দেশে। আরতি দেখতে ইতিমধ্যেই গঙ্গার ঘাটে পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।