Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
এখন কলকাতা (Seg 1): বাম ছাত্র-যুব সংগঠনের এসপি অফিস ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে রণক্ষেত্র পাঁচলা | Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআনিস মৃত্যুর প্রতিবাদে বাম ছাত্র-যুব সংগঠনের এসপি অফিস ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল পাঁচলা। মিছিল রোখার চেষ্টা করলে পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি করা হয়। ইটের আঘাতে আহত হন বেশ কয়েকজন পুলিশকর্মী। পাল্টা লাঠিচার্জ করে পুলিশ।
এপ্রসঙ্গে বাম নেতা বিমান বসু বলেন, "লাঠিচার্জ করছে, কাঁদানে গ্যাস ফাটাচ্ছে কারণ কোনও জবাব দিতে পারছে না। মানুষের কাছে বলার কিছু নেই।"
বামেদের এই কর্মসূচিকে কটাক্ষ করে কুণাল ঘোষ বলেন, "মিটিং মিছিল বড় বড় কথার যৌক্তিকতা কোথায়? হাইকোর্ট তো সব পক্ষ শুনেই সিটের তদন্তকে সমর্থন করেছে। দেউলিয়া রাজনীতি।"
আজকের এই ধুন্ধুমার নিয়ে আনিস খানের (Anish Khan) বাবা বলেন, "আমি অশান্তি চাইনি, চাইব না। দেশবাসী কী করছে না করছে তা আমি জানি না। আমি আমার ছেলের জন্য ন্যায়বিচার চাই।"
‘হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে আনিস হত্যাকাণ্ডের তদন্ত করছে সিট। কিন্তু আমতা থানা ও এসপি অফিসে রোজ হিংসাত্মক আন্দোলন করা হচ্ছে। তদন্তকে ভুল পথে চালনা এবং বিলম্ব করার চেষ্টা চলছে’, ফেসবুক পোস্টে অভিযোগ রাজ্য পুলিশের (West Bengal Police)।
এদিকে, রাত পোহালেই রাজ্যের ১০৮ পুরসভায় ভোট। ভোট হবে মোট ২ হাজার ১৭১টি ওয়ার্ডে। ‘২০ জেলার নিরাপত্তার দায়িত্বে ১৭ জন ডিআইজি পদমর্যাদার অফিসার', হাইকোর্টের নির্দেশে পর্যবেক্ষকের সংখ্যাও বাড়িয়েছে কমিশন, খবর সূত্রে। ‘কোনও প্রকার গাফিলতি বরদাস্ত নয়’, বিশেষ পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠকে কড়া বার্তা কমিশনারের।