Ekhon Kolkata (Seg-1):’মেয়ে অঙ্কিতার নিয়োগের সময় ফোনে কাদের সঙ্গে কথা হয়েছিল? প্রশ্ন CBI-এর।Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In App৪ ঘণ্টা পর নিজাম প্যালেস থেকে বেরলেন মন্ত্রী পরেশ অধিকারী । SSC নিয়োগ-দুর্নীতি মামলায় শিক্ষা প্রতিমন্ত্রীকে পরপর ৩ দিন জিজ্ঞাসাবাদ । ‘নিয়োগ দুর্নীতির নেপথ্যে কোন প্রভাবশালীর হাত রয়েছে ?’ সেটা খুঁজে বের করতে চান গোয়েন্দারা, খবর সিবিআই সূত্রে। গোটা জিজ্ঞাসাবাদ পর্ব ভিডিগ্রাফি করা হয়: সূত্র
শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করল সিবিআই। মেয়ে অঙ্কিতার নিয়োগের সময় ফোনে কাদের কাদের সঙ্গে তাঁর কথা হয়েছিল? কী বিষয়ে কথা হয়েছিল? এই সব নিয়েই পরেশকে প্রশ্ন করে সিবিআই।
দুর্নীতি ইস্যুতে বিস্ফোরক স্বীকারোক্তি মন্ত্রী চন্দ্রনাথ সিন্হা। তিনি বলেন, "দু-একজন নেতার পদস্খলন হয়েছে। দু-একজন নেতা চুরি করেছেনয সঙ্গে সঙ্গে পদক্ষেপ করেছেন মুখ্যমন্ত্রী। দুর্নীতি করলে গ্রেফতার করা হয়েছে।''