Ekhon Kolkata(Seg-1): বহরমপুরের পর কয়েকঘণ্টার মধ্যেই নদিয়ায় নৃশংস হত্যাকাণ্ড, খুনের মোটিভ নিয়ে রহস্য
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবহরমপুরের পর এবার কয়েকঘণ্টার মধ্যেই নদিয়ায় হত্যাকাণ্ড। নদিয়ায় শিশুদের সামনেই বাবা-মা-মেয়েকে নৃশংসভাবে খুন। কেন এক পরিবারের ৩ জনকে কুপিয়ে খুন? এখনও রহস্য। বাড়ির ভিতর থেকে রক্তাক্ত অবস্থায় স্বামী-স্ত্রীর মৃতদেহ উদ্ধার। ক্ষতবিক্ষত অবস্থায় রাস্তা থেকে মায়ের মৃতদেহ উদ্ধার। কেন পেশায় খেতমজুরকে নারকীয়ভাবে কুপিয়ে খুন? এখন রহস্য।
তিহাড় জেল থেকে কলকাতায় আনা হল মৃত্যুদণ্ডপ্রাপ্ত লস্কর জঙ্গিকে। মৃত্যুদণ্ড পুনর্বিবেচনার আর্জি কলকাতা হাইকোর্টে। আদালতে নিজেই সওয়াল করে লস্কর জঙ্গি। পরবর্তী শুনানি পর্যন্ত ওই জঙ্গিকে কলকাতায় রাখার জন্য রাজ্য পুলিশের ডিজি ও ডিআইজি কারাকে নির্দেশ বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি বিভাস পট্টনায়কের ডিভিশন বেঞ্চের। পরবর্তী শুনানি ১৭ মে।
ইদের সকালে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে রিজওয়ানুর রহমানের বাড়িতে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে রিজওয়ানুরের পার্ক সার্কাসের বাড়ির সামনে বেদিতে মালা দেন মুখ্যমন্ত্রী। এরপর বাড়িতে গিয়ে কথা বলেন রিজওয়ানুরের মা দাদা রুকবানুর রহমান ও পরিবারের সদস্যদের সঙ্গে। রিজওয়ানুর রহমানের বাড়িতে ৩ বছর পর গেলেন মুখ্যমন্ত্রী। সকলকে ইদের শুভেচ্ছা জানিয়ে মিনিট পঁচিশ পর ফিরে যান মুখ্যমন্ত্রী।