Ekhon Kolkata (Seg 2): 'মমতাই আমার নেত্রী, বাকিদের মানি না', ডায়মন্ড মডেল বিতর্কে মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআমিও বলছি মমতাই আমার নেত্রী, বাকিদের মানি না। ডায়মন্ড মডেল বিতর্কে মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতাও আমার নেত্রী, বাকি কাউকে আমিও মানি না। আমার বিরুদ্ধে কিছু বললে, প্রমাণিত হল দলে গণতন্ত্র। কল্যাণ বলছেন, আমিও তো বলছি, বাকিদের মানি না।
কংগ্রেসকে ভোট দেওয়া মানেই বিজেপির পক্ষে ভোট দেওয়া। গোয়ায় সাংবাদিক বৈঠকে ফের কংগ্রেসকে আক্রমণে অভিষেক। বিজেপির বিরুদ্ধে একমাত্র লড়াই করছে তৃণমূল কংগ্রেস। বিজেপিকে হারাতে সবাইকে আহ্বান জানিয়েছিলেন মমতা। চিদম্বরমকে সম্মান করি, কিন্তু তিনিও বিভ্রান্ত করার চেষ্টা করছেন। কংগ্রেসকে হারাতে গেলে তো আগে পাঞ্জাব, রাজস্থান, ছত্তীসগঢ়ে যেতাম। কিন্তু তৃণমূল তো ত্রিপুরা, গোয়ায় গেছে যেখানে বিজেপির সরকার রয়েছে। কংগ্রেস না চাইলে কীভাবে জোটের কথা এগোবে? গোয়ায় সাংবাদিক বৈঠকে ফের কংগ্রেসকে আক্রমণে অভিষেক।
রাত ৮ টার পরে শুভেন্দু অধিকারীর বাড়ির কাছে মাইক বাজানো যাবে না। সিআরপিএফ- রাজ্য পুলিশের আলোচনার ভিত্তিতে স্থির হবে সিসিটিভি কোথায় বসবে। রাজ্যের বিরোধী নেতার পদ ক্যাবিনেট মন্ত্রীর সমতুল্য। রাজ্যের উচিত সেই পদকে মর্যাদা দেওয়া। রাজ্যের নথি অনুযায়ী শুভেন্দু অধিকারীর বাড়ির এলাকা স্পর্শকাতর বলে চিহ্নিত। তাই এবিষয়ে রাজ্য তার অবস্থান আদালতে জানাবে। যে কোনও রাজনৈতিক সভা বা মিটিং মিছিলের অনুমতি দেওয়া নিয়ে অবস্থান জানাবে। শুভেন্দুর নিরাপত্তা সংক্রান্ত মামলায় নির্দেশ বিচারপতি রাজশেখর মান্থার। ১৪ ফেব্রুয়ারি পরবর্তী শুনানি।