Ekhon Kolkata (Seg 2): এনিয়ে ৬ বার সিবিআই অফিসে হাজির হলেন না অনুব্রত মণ্ডল। Bangla News
abp ananda
Updated at:
23 Apr 2022 08:46 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগরুপাচার মামলায় আজ সিবিআই দফতরে গেলেন না অনুব্রত মণ্ডল। ‘অসুস্থতার জন্য যেতে পারছি না, হাঁটাচলা করতে পারছি না’। চিকিত্সকরা ৪ সপ্তাহ বিশ্রাম নিতে বলেছেন, সিবিআই-কে ই-মেল অনুব্রতর। এনিয়ে ৬ বার সিবিআই অফিসে হাজির হলেন না অনুব্রত মণ্ডল। অনুব্রতকে সপ্তমবার নোটিস দেওয়া হবে কিনা, ভাবছে সিবিআই, খবর সূত্রের।
ছ বার তদন্তে এড়িয়ে গেলেন। এত ভয় পাচ্ছেন কেন? ধরা পড়ে যাবে বলে? নাকি নবান্ন ধরা পড়ে যাবে বলে। মন্তব্য সুজনের।
এরা সঙ্গে পুলিশ, পিছনে পুলিশ, সামনে পুলিশ, তৃণমূলের মস্তান নিয়ে চলাফেরা করে। এদের প্রাণে ভয়টা বেশি। অপরাধ করলে ভয় আরও বাড়ে। এরা মনে করছে সিবিআই দফতরে গেলে হয়ত বিপদ বাড়বে। তাই তাদের সিবিআই দফতরে যাওয়ার মতো সাহস হচ্ছে না। মন্তব্য অধীরের।