এখন কলকাতা (Seg 2): রামপুরহাটকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ, ৭ এপ্রিলের মধ্যে রিপোর্ট তলব | Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরামপুরহাট হত্যাকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। রাজ্য আর কোনও তদন্ত করবে না। ধৃতদের সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে। নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। ৭ এপ্রিলের মধ্যে সিবিআইকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ। রামপুরহাটকাণ্ডে বিচারের স্বার্থে, মানুষের মধ্যে আত্মবিশ্বাস বাড়াতে এই নির্দেশ, জানাল কলকাতা হাইকোর্ট। এর আগে শকিং ও দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছিল কলকাতা হাইকোর্ট। এর পাশাপাশি, রামপুরহাটকাণ্ডের প্রতিবাদে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন কংগ্রেস-সিপিএম ও বিজেপি। এদিন, সবকটি মামলার এক সঙ্গে শুনানি হয় প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে। সব পক্ষই, নিরপেক্ষ কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে তদন্তের দাবি করে।
রামপুরহাটকাণ্ডে পুলিশি ধরপাকড়ের মাঝেই নতুন করে আতঙ্কে বগটুইয়ের (Bogtui) বাসিন্দারা। ছাড়া পেলে প্রাণে মারার হুমকি দিচ্ছে বোমার আঘাতে নিহত উপপ্রধান ভাদু শেখের অনুগামীরা। অভিযোগ আগুনে পুড়ে মৃত মীনা বিবির পরিবারের। রামপুরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। পুলিশ জানিয়েছে, নিরাপত্তার জন্য বাড়তি পুলিশ পাঠানো হচ্ছে।
১২ এপ্রিল উপনির্বাচন, আসছে ১৩৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী (Central Force)। বালিগঞ্জ, আসানসোল উপনির্বাচনে থাকছে ১৩৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কাল এডিজি আইনশৃঙ্খলা, বিএসএফের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক।