Ekhon Kolkata(Seg-2): বহরমপুরে অধীর চৌধুরীর নেতৃত্বে মোমবাতি মিছিল | Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবহরমপুরে কলেজছাত্রীকে নৃশংসভাবে খুন। ছাত্রী খুনের প্রতিবাদে পথে কংগ্রেস। বহরমপুরে অধীর চৌধুরীর নেতৃত্বে মোমবাতি মিছিল। মিছিলে পা মিলিয়েছেন বহু কংগ্রেস কর্মী-সমর্থকরা।
উচ্চপদস্থ সেনা অফিসার পরিচয়ে চাকরির টোপ দিয়ে টাকা হাতানোর অভিযোগ। ধর্মতলা চত্বরে একটি হোটেলের সামনে থেকে কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখার হাতে গ্রেফতার ৫। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তদের টার্গেট ছিল বেকার যুবকরা। মোডাস অপারেন্ডি ছিল, উচ্চপদস্থ সেনা আধিকারিক পরিচয়ে সেনাবাহিনীতে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাদের কাছ থেকে টাকা হাতানো। গতকাল রাতে নিউ মার্কেট এলাকার একটি হোটেলের সামনে থেকে ৫ জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতরা উত্তরপ্রদেশের গাজিপুরের বাসিন্দা। তাদের কাছ থেকে সেনার পোশাক, ভুয়ো পরিচয়পত্র-সহ বেশ কিছু নথি উদ্ধার হয়েছে।
"পশ্চিমবঙ্গের আইন-শৃঙ্খলার অবনতির চরম নিদর্শন। গর্হিত অপরাধ করার সময় বাধাপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা নেই, আততায়ীদের মনে আস্থা রয়েছে। মহিলারা কি কখনও নিজেদের সুরক্ষিত মনে করতে পারবেন ? জানতে চাই মাননীয়া বহরমপুরে কখন ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠাচ্ছেন?" বহরমপুরের ঘটনায় খোঁচা শুভেন্দুর।