Ekhon Kolkata (Seg-2): গরুপাচার থেকে দিলীপকে নাড্ডার তলব, তরজায় তিন পাখি |Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগরুপাচার নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য থেকে দিলীপ ঘোষকে জেপি নাড্ডার তলব। তরজায় ৩ পাখি। টিয়া টিপ্পনী, কবি কাকাতুয়া, গোমড়া গেরুয়া।
১২৫ বছরে পদার্পণ করল রামকৃষ্ণ মিশন। ১৮৯৭ সালের ১ মে প্রতিষ্ঠা হয়। আজ সকালে মূল মন্দিরে মঙ্গলারতির মাধ্যমে অনুষ্ঠানের শুরু। বিকেল ৪টে থেকে শুরু দ্বিতীয় পর্বের অনুষ্ঠান। প্রদীপ জ্বালিয়ে রামকৃষ্ণ মিশনের ১২৫ বছর পূর্তি অনুষ্ঠানের সূচনা করsv প্রেসিডেন্ট মহারাজ স্বামী স্মরণানন্দ। একবছর ব্যাপী কার্যক্রমের উপস্থাপনা করবেন সহকারী সাধারণ সম্পাদক স্বামী বলভদ্রানন্দ। সন্ধ্যায়, নিষ্ঠাভরে হল আরতি। দেখুন সেই ছবি।
তালডাংরায় বিধায়কের অফিস হোয়াইট ওয়াশ তৃণমূলেরই একাংশের। তৃণমূল বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ দলীয় কর্মীদের
দলীয় কর্মীদের ক্ষোভের মুখে তৃণমূল বিধায়ক অরূপ চক্রবর্তী
পরিষেবা না মেলার অভিযোগে সিমলাপালে বিধায়কের কার্যালয়ে চুনকাম। সব পরিষেবাই পান স্থানীয়রা, দাবি বিধায়ক অরূপ চক্রবর্তীর বিধায়ক বহিরাগত, তাই ক্ষুব্ধ স্থানীয় তৃণমূল কর্মীরা, কটাক্ষ বিজেপির।