Ekhon Kolkata (Seg 2): শান্তিপুর কলেজের অধ্যক্ষার দূরদৃষ্টির প্রশংসা না করে পারছি না : প্রণয় ।Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরাজ্যপাল-রাজ্য সরকার সংঘাতে নতুন মোড়। মুখ্যমন্ত্রীই হবেন সব বিশ্ববিদ্যালয়ের আচার্য, অনুমোদন মন্ত্রিসভার। রাজ্যপাল নয়, মুখ্যমন্ত্রীকেই আচার্য চেয়ে মন্ত্রিসভার অনুমোদন। রাজ্যপালকে বিশ্ববিদ্যালয়ের আচার্য পদ থেকে সরাতে চায় সরকার। রাজ্যের সমস্ত সরকারি বিশ্ববিদ্যালয়ের আচার্য হবেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীকে আচার্য করার প্রস্তাবে মন্ত্রিসভার সিলমোহর। মুখ্যমন্ত্রীকে আচার্য করতে চেয়ে বিধানসভায় বিল আনছে সরকার।
কলেজে প্রিন্সিপালের চেয়ারে বসে তৃণমূল বিধায়ক। পাশে সোফায় বসে অধ্যক্ষা। শান্তিপুর কলেজের এই ছবি প্রকাশ্যে এসেছে বিজেপি ওয়েস্ট বেঙ্গল নামে একটি ফেসবুক পেজে। ছবিতে দেখা যাচ্ছে, শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী কলেজে প্রিন্সিপালের চেয়ার বসে আছেন। পাশে সোফায় বসে রয়েছেন অধ্যক্ষা চন্দ্রিমা ভট্টাচার্য।
শান্তিপুর কলেজের অধ্যক্ষার দূরদৃষ্টির প্রশংসা না করে পারছিনা। কবে নিয়োগ হয়েছিল তাঁর? কিসের বিনিময়ে। বিস্ফোরক মন্তব্য বিজেপি নেতা প্রণয় রায়ের।