Ekhon Kolkata (Seg-2): দুর্নীতি রোধে কলেজে ভর্তিতে এবার কেন্দ্রীয় অনলাইন পদ্ধতি?| Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদুর্নীতি রোধে কলেজে ভর্তিতে এবার কেন্দ্রীয় অনলাইন?
কেন্দ্রীয় অনলাইনে মিলল নবান্নের সবুজ সঙ্কেত: সূত্র
কীভাবে কার্যকর? আগামী সপ্তাহেই বৈঠকে বসছে উচ্চশিক্ষা দফতর। স্নাতকে ভর্তিতে কেন্দ্রীয় অনলাইন হবে বিশ্ববিদ্যালয় ভিত্তিক: সূত্র
দিল্লির জাহাঙ্গিরপুরী হিংসায় পূর্ব মেদিনীপুর থেকে গ্রেফতার
হিংসায় উস্কানির অভিযোগে তমলুক থেকে গ্রেফতার ফরিদ ওরফে লিটু । তমলুক থেকে গ্রেফতার করল দিল্লি পুলিশের স্পেশাল সেল। জাহাঙ্গিরপুরী-হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগে গ্রেফতার। তমলুকের ধলহারা থেকে গ্রেফতার অন্যতম অভিযুক্ত ফরিদ। ‘২২ এপ্রিল দিল্লি থেকে তমলুকে আসে ফরিদ ওরফে লিটু ৩৪ বছর আগে মহিষাদল থেকে দিল্লিতে যায় ফরিদের পরিবার’। দিল্লি-হিংসায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার, খবর সূত্রের
রাজ্যে নারী নির্যাতন থেকে শুরু করে গণহত্যা। একাধিক অভিযোগে চুঁচুড়ায় মিছিল বিজেপির। আর সেই মিছিলেই একযোগে দিলীপ-সুকান্ত। মিছিলে রয়েছেন সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায়রা।