এখন কলকাতা (Seg 2): হালিশহরে জগন্নাথ ঘাটে বোমা বিস্ফোরণ, একজনের মৃত্যু | Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appহালিশহরে জগন্নাথ ঘাটে বোমা বিস্ফোরণে (Bomb Blast) একজনের মৃত্যু। আরও কেউ আহত আছে কিনা খোঁজ চালাচ্ছে পুলিশ বিস্ফোরণস্থলে বড় গর্ত হয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ ঘটনাস্থলে ফরেনসিক বিশেষজ্ঞ নমুনা সংগ্রহ করবে।
করোনা চিকিৎসার জন্য সন্ধ্যা মুখোপাধ্যায়কে (Sandhya Mukherjee) স্থানান্তর করা হল অ্যাপোলো হাসপাতালে। আইসিইউ অ্যাম্বুল্যান্সে করে গ্রিন করিডোরে তাঁকে অ্যাপোলো হাসপাতালে আনা হয়। ইতিমধ্যেই তাঁর চিকিৎসা শুরু হয়েছে। যেহেতু কোভিড সংক্রমিত শিল্পী, ফলে আপাতত আইসোলেশনে রেখেই তাঁর চিকিৎসা হবে। আজ বিকেলে এসএসকেএমে (SSKM) শিল্পীকে দেখতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বিজেপিতে (BJP) নতুন জেলা কমিটি নিয়ে বিড়ম্বনা অব্যাহত। এবার ইস্তফা দিলেন উত্তর কলকাতার (North Kolkata) সহ সভাপতি সুনীতা ঝাওয়ার (Sunita Jhawar)। ব্যক্তিগত কারণ দেখিয়ে ইস্তফা সুনীতার। ৪২ নম্বর ওয়ার্ড থেকে ৪ বারের কাউন্সিলর ছিলেন সুনীতা। এবারের কলকাতা পুরভোটে হেরে যান সুনীতা ঝাওয়ার।