Ekhon Kolkata (Seg 2): ইউক্রেনে রুশ হামলা অব্যাহত। Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকাল পোল্যান্ড-বৈঠক শেষে ইউক্রেনে, রাশিয়ার হামলার বিরুদ্ধে একজোট হওয়ার বার্তা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সবকিছুকে উপেক্ষা করে ইউক্রেনে রুশ হামলা অব্যাহত। এবার খারকিভে ইনস্টিটিউট অফ ফিজিক্স অ্যান্ড টেকনোলজির নিউক্লিয়ার রিসার্চ রিঅ্যাক্টরে রুশ সেনার গোলাবর্ষণ। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। পাশাপাশি, কিভের দক্ষিণ-পশ্চিম প্রান্তের বোয়ার্কা শহরে রুশ সেনার গোলাবর্ষণে আহত ৪ জন। পশ্চিম প্রান্তের লিভ শহরেও রকেট হামলা। একের পর এক বিস্ফোরণের শব্দ।যুদ্ধ শুরুর পর নিরাপদ ভেবে আশপাশের এলাকার প্রায় ২ লক্ষ মানুষ লিভ শহরে আশ্রয় নিয়েছিলেন। প্রত্যাঘাত হেনেছে ইউক্রেনও। জাপোরিজিয়ায় ওব্লাস্টে রুশ সেনার সঙ্গে ইউক্রেনীয় সেনার তুমুল সংঘর্ষ। বেশ কয়েকটি গ্রাম দখলমুক্ত করেছে ইউক্রেনীয় সেনা।
অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি স্পষ্ট জানিয়েছেন, মারিউপোলকে রক্ষা করতে আরও বেশি ট্যাঙ্ক ও যুদ্ধবিমানের প্রয়োজন। না হলে রুশ মিসাইলের সঙ্গে পাল্লা দেওয়া অসম্ভব।