এখন কলকাতা (Seg 2): আনিস-মৃত্যুতে নয়া তত্ত্ব সওকত মোল্লার, 'জানলেন কী করে?' প্রশ্ন ছুঁড়ে দিলেন আনিসের দাদা | Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপাইপ বেয়ে পালাতে গিয়ে আনিসের (Anish Khan) মৃত্যু, সিটের (SIT) তদন্ত রিপোর্ট প্রকাশের আগে বিস্ফোরক তত্ত্ব ক্যানিং পূর্বের বিধায়ক সওকতের (Saokat Molla)। পাইপও তো নেই, কী করে সব জানলেন? প্রশ্ন তুলে থানায় অভিযোগ দায়ের পরিবারের।
এই ঘটনাকে কটাক্ষ করে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, "আনিসকাণ্ডে রাজ্য সরকার ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। আনিস-হত্যা রাষ্ট্রীয় খুন। মুখ্যমন্ত্রী ১৫ দিন সময় দিলেন, এখন তো স্পষ্ট যে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে।"
দুই সাময়িক বরখাস্ত নেতার সঙ্গে গোপন বৈঠকে লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। দুই সাময়িক বরখাস্ত নেতা জয়প্রকাশ মজুমদার (Jayprakash Majumdar) এবং রীতেশ তিওয়ারি (Ritesh Tiwari)। ছিলেন সায়ন্তন বসু এবং রাজু বন্দ্যোপাধ্যায়ও।
এই বৈঠক প্রসঙ্গে লকেট বলেন, "বরখাস্ত মানে কি তাঁরা আমার সঙ্গে কথাও বলতে পারবেন না? ওঁরা আমার থেকে অনেক সিনিয়র। আমি দলের সাংসদ, তাঁরা আমার সঙ্গে কথা বলতে পারবেন না? এমন তো নয় যে তৃণমূলের কেউ এসে আমার সঙ্গে কথা বলছেন!"
একই সুর জয়প্রকাশ মজুমদারের গলাতেও। তিনি বলেন, "সামাজিকভাবে আমরা এক জায়গায় হয়েছিলাম। রাজনীতি করা লোকেরা এক জায়গায় হলে রাজনীতি নিয়েও কথা হয়।"
অন্যদিকে, কুলপিতে বিক্ষোভের মুখে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। বিজেপির রাজ্য সভাপতিকে কালো পতাকা, গো-ব্যাক স্লোগান। তৃণমূল ও বিজেপি কর্মীদের বচসা-হাতাহাতি। কুলপিতে আধ ঘণ্টা রাস্তা অবরোধ বিজেপি কর্মীদের। এদিকে এই ঘটনার প্রতিবাদে যাদবপুরে রাস্তায় নামে বঙ্গ বিজেপি।