এখন কলকাতা (Seg 2): ইউরোপীয় ইউনিয়নের সদস্য হল ইউক্রেন, যোগদানের আবেদন গ্রহণ করে ইউরোপিয়ান পার্লামেন্ট | Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appইউরোপীয় ইউনিয়নের সদস্য হল ইউক্রেন। ইউরোপীয় ইউনিয়নে যোগদানের আবেদন ইউক্রেনের। আবেদন গ্রহণ করল ইউরোপিয়ান পার্লামেন্ট।
আজ ইউক্রেনে (Ukraine) রুশ হামলায় প্রথম ভারতীয়র মৃত্যু। খারকিভে বোমাবর্ষণে ভারতীয় পড়ুয়ার মৃত্যু। আজ সকালে রুশ বোমা বর্ষণে ভারতীয়র মৃত্যু। জানানো হল বিদেশ মন্ত্রকের তরফে। নিহত পড়ুয়ার পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। সূত্র মারফত জানা যাচ্ছে, ইউক্রেনে মৃত ছাত্র কর্ণাটকের বাসিন্দা। ইউক্রেন-রুশ যুদ্ধে নিহত কর্ণাটকের শেখারাপ্পা জ্ঞানগউধর নবীন।
ভারতীয় ছাত্রের মৃত্যু, প্রধানমন্ত্রীকে নিশানা অধীর চৌধুরীর (Adhir Chowdhury)। ‘ইউক্রেনে ভারতীয় পড়ুয়ার মৃত্যুতে আমি বাকরুদ্ধ এবং মর্মাহত। মোদিজি ভোটের বদলে এখন পড়ুয়াদের উদ্ধারে নজর দেওয়া উচিত। যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে আটকে বহু ভারতীয় পড়ুয়া। পরিস্থিতি খারাপ থেকে আরও খারাপ হচ্ছে। পুরো দেশ অসহায় পড়ুয়াদের পাশে আছে’, ট্যুইট কংগ্রেসের লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরীর (Adhir Chowdhury)।
২০১৬ সালে পশ্চিম মেদিনীপুরের বেলদার (Belda) অনিন্দিতা মাইতি ডাক্তারি পরীক্ষার জন্য গিয়েছিলেন ইউক্রেনে (Ukraine)। বাড়ি আসার কথা ছিল ২৮ ফেব্রুয়ারি। কিন্তু যুদ্ধের কারণে বাড়ি ফিরতে পারেনি। আটকে কিভ ইউনিভার্সিটির বাঙ্কারে। দুশ্চিন্তায় রয়েছেন বাড়ির সকলে বাবা থেকে মা দাদু থেকে দিদা।
কাঁথি পুরসভার ভোট লুঠের অভিযোগ ও সন্ত্রাসের প্রতিবাদে মিছিল শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। কাঁথির (Kanthi) ভবতারিণীর মন্দির থেকে পোস্ট অফিস মোড় পর্যন্ত মোমবাতি মিছিলের পর অবস্থান বিক্ষোভ বিজেপির।