এখন কলকাতা (Seg 1): 'কোভিড পরিস্থিতিতে নির্বাচন বন্ধ রাখা উচিত', 'ব্যক্তিগত মত' জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় | Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকোভিড পরিস্থিতিতে রাজ্যে আগামী ২ মাস সব কিছু বন্ধ রাখা উচিত। নির্বাচন বন্ধ রাখা উচিত, এটা আমার ব্যক্তিগত মত। আলিপুরে দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের অডিটোরিয়ামে বৈঠকের পর বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আগামী দু'মাস ডায়মন্ডহারবার সংসদীয় এলাকায় কোনও রাজনৈতিক সমাবেশ নয়। করা যাবে না বড় আকারের কোনও ধর্মীয় সমাবেশও, বললেন অভিষেক।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মত নিয়ে চিকিৎসক কাজলকৃষ্ণ বণিক বলেন, "খেলা, মেলা, ভোট - একি দ্বিচারিতা! সব বন্ধ করা উচিত। মানুষ বেঁচে থাকলে সব কাজ হবে। ধর্ম থাকবে, তীর্থ, বিনোদন থাকবে। বিলম্ব হলেও তিনি যদি মানুষের স্বার্থে যদি এই কথা বলে থাকেন, আমি তাঁকে অভিনন্দন জানাই। সব রাজনৈতিক দলগুলি এগিয়ে আসুন, পশ্চিমবঙ্গবাসী বেঁচে থাকেন।"
এদিকে চিকিৎসক দীপ্তেন্দ্র সরকার (Dr. Diptendra Sarkar) বলেন, "এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। ভারতবর্ষের রাজনীতি খুব কঠিন কাজ। এখানে এত বিভিন্ন মনের মানুষের সঙ্গে ডিল করতে হয় যে যে কোনও পদক্ষেপ নেওয়া কঠিন। ফলে অনেকের ব্যক্তিগত মতামতের সঙ্গে রাজনৈতিক মতামতের সংঘাত ঘটে। আমি চিকিৎসক হিসেবে ওঁর এই বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করছি।"
"সাধারণ মানুষকে খুশি করার জন্য বিবৃতি দিয়ে লাভ নেই। ভোট বন্ধ হোক, আমরাও চাইছি।" বললেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য প্রসঙ্গে বাম নেতা শমীক লাহিড়ি (Samik Lahiri) বলেন, "উনি তো খেলা মেলা সবই করলেন। কীভাবে কোভিড পরিস্থিতিতে ১ জানুয়ারি রাতে অনুষ্ঠান হয়? গোটা মহেশতলা আজ করোনা আক্রান্ত এই দায়িত্বজ্ঞানহীন আচরণের জন্য। আর এখন মানুষকে উপদেশ দিচ্ছেন! আগে নিজেদের অপরাধের জন্য মানুষের কাছে ক্ষমা চান।"
অভিষেক বন্দ্যপাধ্যায়ের এই মত নিয়ে তাঁর দলের কী বক্তব্য? তৃণমূলের (TMC) রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায় বলেন, "উনি সঠিকভাবেই বলেছেন। এটি আমাদের দলের ঘোষিত অবস্থান। সেটাই তিনি ব্যক্ত করেছেন।"
এদিকে, কোভিড পরিস্থিতিতে অনলাইনে প্রচারের আবেদন রাজ্য নির্বাচন কমিশনের (West Bengal State Election Commission)। সব রাজনৈতিক দলের কাছে আবেদন রাজ্য নির্বাচন কমিশনের। ডিজিটাল প্ল্যাটফর্মকে বেশি করে ব্যবহার করার আবেদন। বিজ্ঞপ্তি জারি করে আবেদন রাজ্য নির্বাচন কমিশনের। কোভিড বিধি না মানলে বিপর্যয় মোকাবিলা আইনে ব্যবস্থা।