Ekhon Kolkata: আনিস হত্যাকাণ্ডে সিট গঠন করে তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর। Bangla News
abp ananda
Updated at:
21 Feb 2022 07:38 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনদিয়ার চাকদায় পুরভোটের শুভেন্দুর প্রচার ঘিরে ধুন্ধুমার। পুলিশের সঙ্গে বিরোধী দলনেতার তুমুল বচসা। পুলিশের বিরুদ্ধে ধাক্কা মারার অভিযোগ।
২দিন পার, আনিস-খুনে এখনও রহস্য। সিট গঠন করে তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর।
সিবিআই তদন্তেই অনড় পরিবার। সিটে ভরসা নেই বিরোধীদেরও। খুঁজে বের করা হবে খুনিকে, আশ্বাস ফিরহাদের।
আনিস খুনের ২দিন পরে বসল প্রহরা। বিক্ষোভের মুখে মন্ত্রী থেকে পুলিশ। ছাদ থেকে নিখোঁজ ফোন পাওয়ার দাবি পরিবারের। পুলিশকে দিতে আপত্তি।