Ekhon Kolkata: বিধাননগর পুরভোটে কেন্দ্রীয় বাহিনী নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশন। Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবিধাননগর পুরভোটে (Bidhannagar Municipal Election) কেন্দ্রীয় বাহিনী (Central Force) নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কমিশনের (Election Commission), জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। মুখ্য ও স্বরাষ্ট্র সচিব, ডিজি এবং আই জির সঙ্গে আলোচনা করবে কমিশন। ১২ ঘণ্টার মধ্যে সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবে কমিশন। বাহিনীর প্রয়োজন হলে অবিলম্বে উপযুক্ত কর্তৃপক্ষকে জানাতে হবে। বাহিনীর প্রয়োজন নেই বলে সেই জায়গায় গন্ডগোল হলে দায় কমিশনারের, জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। সব পুরভোটের গণনা একদিনে চাইলে ২৪ ঘণ্টার মধ্যে করতে হবে আবেদন। ৪৮ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত জানাবে কমিশন’, জানিয়ে দিল হাইকোর্ট।
বিধাননগর পুরসভা ভোটে মোতায়েন ২ হাজার ৩০০ পুলিশ। দায়িত্বে ৩২ জন ইন্সপেক্টর, ৪০০ জন এসআই, এএসআই, ১৯০০ কনস্টেবল। প্রস্তুত থাকছেন ৪৮ জন সেক্টর অফিসার। ৩০টি আরটি মোবাইল ভ্যান, ১১টি এইচআরএফএস। ১৮টি কিউআরটি, ২২ জায়গায় নাকা পয়েন্ট করে নজরদারি।
বিদেশ থেকে এলে ৭ দিনের কোয়ারেন্টিন আর বাধ্যতামূলক নয়। বিমানবন্দরে করোনা পরীক্ষার ফল নেগেটিভ হলে প্রয়োজন নেই কোয়ারেন্টিনের। দেশে ফেরার পর ১৪ দিন নিজেকেই খেয়াল রাখতে হবে স্বাস্থ্যের। কোনও উপসর্গ লক্ষ্য করলে চলে যেতে হবে আইসোলেশনে। খবর দিতে হবে কাছের স্বাস্থ্য কেন্দ্রে। ১৪ ফেব্রুয়ারি থেকে নতুন নির্দেশিকা কেন্দ্রের। দেশের করোনা পরিস্থিতির দ্রুত উন্নতি হচ্ছে। ১৭ দিনের মধ্যে দেশে সংক্রমণ হার কমল ১৬ শতাংশ। ২৪ জানুয়ারি দেশে সংক্রমণ-হার ছিল ২০.৭৫ শতাংশ। বর্তমানে দেশে করোনা সংক্রমণ-হার ৪.৪৪ শতাংশ।
জানালেন নীতি আয়োগের সদস্য (স্বাস্থ্য) ভি কে পল।