Ekhon Kolkata : পাটুলির পর বাঘাযতীন, এবার চিকিৎসকের স্ত্রীকে ‘শ্লীলতাহানি’-র অভিযোগ !
ABP Ananda
Updated at:
05 Nov 2022 08:16 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App২ সপ্তাহে পরপর ৩ বার, পাটুলির পর বাঘাযতীন। এবার চিকিৎসকের স্ত্রীকে ‘শ্লীলতাহানি’। মারধর ও অশ্রাব্য গালিগালাজের অভিযোগ। রাস্তায় গাড়ি রাখাকে কেন্দ্র করে বচসা। ম্যাটাডোর দিয়ে গাড়িতে বারবার ধাক্কা মারার অভিযোগ। পুলিশের বিরুদ্ধেও অসহযোগিতার অভিযোগ নিগৃহীতার। ২২ অক্টোবর, পাটুলি: মদের আসরের প্রতিবাদ করে আক্রান্ত হন এক ব্যক্তি। ২৫ অক্টোবর, পাটুলি: মদ্যপানের প্রতিবাদ করায় দম্পতির উপর ‘হামলা’।