Sourav Ganguly: করোনা আক্রান্ত মহারাজ, হাসপাতালে চিকিৎসাধীন সৌরভের খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী | Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকরোনা (Covid 19) আক্রান্ত হয়ে সোমবার রাতে কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি হন সৌরভ গঙ্গেপাধ্যায় (Sourav Ganguly)। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। এই মুহূর্তে তাঁর কোনও উপসর্গ নেই। আপাতত হাসপাতালে রেখেই চলবে তাঁর চিকিৎসা। সৌরভ করোনার কোন প্রজাতিতে আক্রান্ত, তা জানতে তাঁর লালার নমুনা জেনম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়েছে। হাসপাতালের তরফে পরামর্শের জন্য চিকিৎসক দেবী শেট্টির সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। চিকিৎসকরা জানাচ্ছেন, তাঁর অবস্থা স্থিতিশীল। সৌরভকে বাড়িতে রেখে কড়া পর্যবেক্ষণের সিদ্ধান্ত নিয়েছিলেন চিকিৎসকরা। কিন্তু এই মুহূর্তে স্বাস্থ্য দফতরের পরামর্শে সৌরভের চিকিৎসা চলবে হাসপাতালেই। তাঁকে ককটেল অ্যান্টিবডির ডোজ দেওয়া হয়েছে। এদিকে, ফোন করে পরিবারের কাছে সৌরভের শারীরিক অবস্থার খোঁজ নিলেন রাজ্য়ের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি কেমন আছেন, সরকারি তরফে কিছু প্রয়োজন কিনা, তাও জানতে চান মুখ্যমন্ত্রী। এদিকে মেসেজ করে খোঁজ নেন অভিনেতা অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। ফোন করা হয় প্রধানমন্ত্রীর দফতর (PMO) থেকেও।
এদিকে, আজ কলকাতা পুরসভার মেয়র পদে শপথ নিলেন ফিরহাদ হাকিম। তাঁর সঙ্গে শপথ নিলেন তাঁর সঙ্গেই শপথ নিলেন ডেপুটি মেয়র, চেয়ারপার্সন ও মেয়র পারিষদরা। শপথবাক্য পাঠ করালেন প্রোটেম চেয়ারম্যান রাম পেয়ারি রাম।
পাশাপাশি, এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালে বন্ধ করা হল কোভিড ইউনিট। স্বাস্থ্য দফতর সূত্রে জানানো হয়েছে, রাজ্যে আপাতত করোনা আক্রান্তের সংখ্যা কমতে থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এনআরএসে কোভিড ইউনিটের জায়গায় ১ জানুয়ারি থেকে খুলছে চেস্ট মেডিসিন বিভাগ।
অন্যদিকে, জমি হাতাতে এবার বিচারব্যবস্থার সঙ্গে জড়িত অফিসারের স্ট্যাম্প (Stamp) নকল। রাজ্যের জুডিসিয়াল সার্ভিসের (Judicial Service) অ্যাডমিনিস্ট্রেটিভ জেনারেল বিপ্লব রায়ের অভিযোগের ভিত্তিতে দু'জনকে গ্রেফতার করল পুলিশ। সূত্রের খবর, শনিবার কলকাতার পুলিশ কমিশনারের কাছে অভিযোগ জমা পড়ে যে বিপ্লব রায়ের স্ট্যাম্প নকল করে প্রতারণার কারবার চলছে। এই মর্মে কসবা থানাতেও (Kasba Police Station) অভিযোগ দায়ের হয়।
প্রয়াত সাংবাদিক গোপাল চট্টোপাধ্যায়। ১৭ বছরের সম্পর্ক শেষ। চলে গেলেন এবিপি আনন্দের বীরভূমের (Birbhum) প্রতিনিধি গোপাল চট্টোপাধ্যায় (Gopal Chatterjee)। অসুস্থ হয়ে ভর্তি ছিলেন অ্যাপোলো হাসপাতালে, সেখানেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। রেখে গেলেন স্ত্রী, ছেলে এবং মেয়েকে। ১৯৬৮-র ৯ নভেম্বর জন্ম, বয়স হয়েছিল ৫৪। সিউড়ির বিদ্যাসাগর কলেজে কমার্স নিয়ে পড়াশুনা। তারপর খবরের দুনিয়ায় প্রবেশ।