‘আমার চারপাশে কেউ নেই, কবে মুক্তি জানেন শুধু সর্বশক্তিমানই’, একাকীত্বে অমিতাভ
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরাতের জমাট অন্ধকার আর ঠাণ্ডা ঘরের কাঁপুনি নিয়ে আমি জেগে থাকি...গান গাই...ঘুম আসে না। আমার চারপাশে কেউ নেই। সবকিছু করার স্বাধীনতা, কবে ছাড়া মিলবে, তা শুধু সর্বশক্তিমানই জানেন। হাসপাতালে চিকিত্সাধীন অমিতাভ বচ্চনের ব্লগে একাকীত্বের যন্ত্রণা। তিনি লিখছেন, চিকিত্সকদের ভরসার হাত কখনও আপনাকে স্পর্শ করবে না। কারণ, সংক্রমণের ভয়। পিপিই কিটে শরীর-মুখ ঢেকে যন্ত্রের মতো চিকিত্সা করছেন চিকিত্সক-নার্স-স্বাস্থ্য কর্মীরা। আপনার কাছে তাঁদের পরিচয় অজ্ঞাত। কয়েক সপ্তাহ কারোর মুখ দেখা যাবে না। হাসপাতালের আইসোলেশনে থাকা কোভিড রোগীকে এই সময়ে মানসিক লড়াইটা একাই লড়তে হয়। ছাড়া পাওয়ার পর রোগীরা খিটখিটে হয়ে যান। বাইরে বেরোতে ভয় পান তাঁরা। পাছে অন্য রকম ব্যবহারের শিকার হন। এর ফলে তাঁরা আরও গভীর ডিপ্রেশনের দিকে চলে যান। সুস্থ হলেও ৩-৪ সপ্তাহ পর্যন্ত থাকতে পারে হালকা জ্বরও। প্রতিদিন নতুন লক্ষণ দেখা দিচ্ছে। তা নিয়ে গবেষণা চলছে। ব্লগের ছত্রে ছত্রে করোনা আক্রান্ত অমিতাভের মানসিক যন্ত্রণার স্পষ্ট ছাপ।