Filmstar : বিনোদন দুনিয়ার নানা খবর দেখে নেওয়া যাক ফিল্মি ফটাফটে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
25 Jun 2022 03:16 PM (IST)
সিনে দুনিয়ায় ফের শোরগোল ফেলে দিলেন শাহরুখ খান। অন্যদিকে আমিরের ‘লাল সিং চড্ডা’-র গানে মন ছুঁয়ে গেলেন অরিজিৎ সিং। প্রাণের ঝুঁকি নিয়ে পাহাড় চূড়ো থেকে দীপিকার জন্য ফুল তুললেন রণবীর সিং? গানের মাঝেই ম্যাজিক দেখালেন জিতেন্দ্র কুমার? বিনোদন দুনিয়ার নানা খবর দেখে নেওয়া যাক ফিল্মি ফটাফটে।