Film Star: কল্কির গ্র্যান্ড প্রি-রিলিজ ইভেন্টে দীপিকা হয়ে উঠলেন মধ্যমণি
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppABP Ananda Live: 'বক্স অফিস ব্যাটল'-এর জন্য রেডি, 'কল্কি টু এইট নাইন এইট এডি'। কল্কির গ্র্যান্ড প্রি-রিলিজ ইভেন্টে দীপিকাই মধ্যমণি। রাত পেরিয়েও অনুষ্ঠানের জাঁকজমকে বিস্ময়ের ঘোর কাটেনি। প্রভাস, কমল হাসানের উপস্থিতিতে কল্কির প্রথম টিকিট হাতে নিলেন অমিতাভ। ব্যবসার অঙ্কে কল্কি কি জিতবে সেরার খেতাব? দেখে নেওয়া যাক, রাণা দাগ্গুবাটির সঞ্চালনায় কল্কির মেগা ইভেন্টের সেরা ঝলক।
নক্ষত্র সমাবেশ একেই বলে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্তর ৫০ তম ছবি সেলিব্রেট করতে হাজির পুরো টলিগঞ্জ ইন্ডাস্ট্রি। অযোগ্য-র স্পেশাল স্ক্রিনিংয়ে এত তারকাদের একসঙ্গে ফ্রেমবন্দি করতে হিমশিম খেলেন ফোটোশিকারিরা।
আকাশে ওড়ার স্বপ্ন মধ্যবিত্তেরও থাকে। স্বল্প মূল্যে সেই স্বপ্ন সত্যি করার কথা প্রথম কে ভাবে? ভারতের এক যাত্রীবাহী বিমান সংস্থার উড়ান কাহিনি দৃষ্টান্তে সেরা। সেই গল্পই শোনাবে অক্ষয় কুমারের ছবি 'সরফিরা'।