Film Star : চলে গেলেন চলচ্চিত্র পরিচালক গৌতম হালদার, হৃদরোগে আক্রান্ত হয়ে আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি
ABP Ananda
Updated at:
03 Nov 2023 02:59 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appচলে গেলেন চলচ্চিত্র পরিচালক গৌতম হালদার। হৃদরোগে আক্রান্ত হয়ে আজ সকালে কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
জন্মদিনে নিজের অনুরাগীদের ডাঙ্কির টিজার উপহার দিয়েছেন শাহরুখ খান। অনুরাগীদের নিয়ে দারুণ এক সন্ধে কাটিয়েছেন তিনি। এসআরকে ডে-র সেই অনুষ্ঠানের ঝলকে চোখ রাখা যাক আজ।
দেব, মমতা শঙ্কর, পরাণ বন্দ্যোপাধ্যায় এবং সৌমিতৃষা কুণ্ডু একসঙ্গে হাজির প্রধান-এর শ্যুটিংয়ে। দেবের নতুন ছবির অনস্ক্রিন আর অফস্ক্রিন সমীকরণ ধরা রইল এবিপি আনন্দের ক্যামেরায়।