Film Star: লাক্ষাদ্বীপের প্রচারে ভারতীয় তারকারা! আসছে 'কিলার স্যুপ'!
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appলাক্ষাদ্বীপ ঘিরে লক্ষ্যনীয় উত্তেজনা। উত্তেজনায় ফুটছে পুরো বলিউড। মলদ্বীপের আকর্ষণ নাকচ করে এবার সমুদ্র ঘেরা ভারতীয় ভূখণ্ডের পর্যটনের প্রচারে নেমেছেন তারকারা। পর্যটনের সমীক্ষা-সমীকরণ কী বলছে এই মুহূর্তের হিসেবে? দেখুন।
জুনিয়র এনটিআর, সেফ আলি খান এবং জাহ্নবী কপূরের প্যান ইন্ডিয়ান ফিল্ম দেভারা-র টিজারও মুক্তি পেল। রাইমা সেন অভিনীত সিরিজ কলঙ্ক নিয়েও উৎসাহের পারদ চড়ল নেটিজেনদের মাঝে। ১২ জানুয়ারি মুক্তির আগে ধনুষের প্যান ইন্ডিয়ান ফিল্ম ক্যাপ্টেন মিলার-এর অ্যাকশনের ঝলক পাওয়া গেল হিন্দি ট্রেলারে। বিনোদন দুনিয়ার সেরা খবরগুলোতে চোখ রাখা যাক প্রথমেই।
১৯ জানুয়ারি মুক্তি পেতে চলেছে মনোজ বাজপেয়ী এবং কঙ্কনা সেনশর্মা অভিনীত সিরিজ কিলার স্যুপ। সিরিজটি রিলিজের আগে তাঁদের স্যুপের অফস্ক্রিন রেসিপি শোনালেন দুই তারকা।