Film Star: কল্কি থিমে বিশেষ ভাবে ডিজাইন করা গাড়ি চালিয়ে দর্শকদের সামনে হাজির হলেন প্রভাস
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকল্কি থিমে বিশেষ ভাবে ডিজাইন করা গাড়ি চালিয়ে দর্শকদের সামনে হাজির হলেন প্রভাস। কল্কির প্রচারে বিশেষ অনুষ্ঠানে সেরা চমক দিলেন নির্মাতারা। প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটির ৫০ তম ছবি অযোগ্য-র টাইটেল ট্র্যাক এল প্রকাশ্যে। 'আবার রাজনীতি'- নিয়ে কতটা উত্তপ্ত রিজপুর? 'ভাইয়া জি'-র গানে অ্যাকশন মোডে বুকে কাঁপন ধরাচ্ছেন মনোজ বাজপেয়ী। নাট্যমঞ্চে প্রথমবার রোমিও-র ভূমিকায় অভিনয়ের প্রসঙ্গে কী বলছেন ঋতব্রত? বিনোদন দুনিয়ার সেরা খবরগুলোয় চোখ রাখা যাক এখন। কাল্কির কাহিনির যন্ত্রমানবকে প্রকাশ্যে আনলেন প্রভাস। হায়দরাবাদে চোখ ধাঁধানো অনুষ্ঠানে প্রভাসের এন্ট্রিতেই রইল সেরা চমক। কাল্কির থিমেই সাজানো হয়েছিল পুরো
অনুষ্ঠানটির সেট। ভৈরবের চরিত্রের লুকেই দর্শকদের সামনে হাজির হন প্রভাস। কাল্কিতে ভৈরব অর্থাৎ প্রভাসের ছায়াসঙ্গী হিসেবে দেখা যাবে যন্ত্রমানব বুজ্জিকে। ২৭ জুন মুক্তির অপেক্ষায় রয়েছে কাল্কি।