Film Star: শাহরুখ খান-গৌরী খানের ছোট ছেলে, ডিসেম্বরেই আবরামের কন্ঠ শোনা যাবে, 'মুফাসা দ্য লায়ন কিং'-এ | ABP Ananda LIVE
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppABP Ananda LIVE: ডিসেম্বর জুড়ে বড় পর্দায় বিগ বাজেট ফিল্মের চমক। তবে সবচেয়ে বড় চমকটা হাতের মুঠোয় রেখেছে আবরাম। শাহরুখ খান-গৌরী খানের ছোট ছেলে। ডিসেম্বরেই আবরামের কন্ঠ শোনা যাবে । 'মুফাসা দ্য লায়ন কিং'-এ। অডিও সিরিজ থেকে অ্যানিমেশন ফিল্ম। বলিউড তারকাদের ভয়েস ওভার ম্যাজিক বরাবর বাড়তি উড়ান দিয়েছে বিনোদনে।
ভিডিওতে ভাইরাল বলিউড। রশ্মিকার ফ্রেম-প্রেম থেকে টাইগার শ্রফের ফুটবল স্কিল। অনুরাগীদের নজরে সেলিব্রিটিদের রিল।
আরও খবর...
রেল যাত্রীদের জন্য় সুখবর। হাওড়া থেকে বাঁকুড়া যেতে লাগবে এবার আরও কম সময়। রেল সূত্রে খবর, এবার থেকে হাওড়া থেকেই এক ট্রেনে মশাগ্রাম হয়ে যাওয়া যাবে বাঁকুড়া। রেল সূত্রে খবর,পূর্ব রেল ও দক্ষিণ পূর্ব রেলের সংযোগকারী স্টেশনের ভূমিকা পালন করবে মশাগ্রাম স্টেশন।সেখানেই শুরু হচ্ছে ইন্টারলকিং সিস্টেমের কাজ।