FilmStar: সিরিজে সিদ্ধার্থর চ্যালেঞ্জ | ইমরানের ১২ কোটির গাড়ি | মার্চে 'রামায়ণ'-এর শ্যুটিং শুরু | ABP Ananda LIVE
ABP Ananda
Updated at:
13 Jan 2024 03:38 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appইন্ডিয়ান পুলিশ ফোর্সে সিদ্ধার্থ মালহোত্রর ক্য়ারেক্টার টিজার এল প্রকাশ্যে। কত কোটির গাড়ি কিনলেন ইমরান হাশমি? কবে থেকে রামায়ণ-এর শ্যুটিং শুরু করবেন রণবীর কপূর? এমি জেতার পর এবছর বীর দাসের কোন প্রজেক্ট দেবে নতুন চমক? বিনোদন দুনিয়ার সেরা খবরগুলোয় চোখ রাখা যাক প্রথমেই।